অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের গুহায় দু’সপ্তাহ আটকে থাকার পর রোববার উদ্ধার চার কিশোরকে অবশেষে দেখতে পেয়েছেন তাদের বাবা-মা। আবেগে জড়িয়ে ধরা তো দূরের কথা, সামনাসামনি কথা বলার বা ছুঁয়ে দেখারও অনুমতি পাননি তারা।

মঙ্গলবার হাসপাতালের কাচের দেয়ালের বাইরে থেকে ছেলেদের দেখার সুযোগ পেয়েছেন তারা। চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহা থেকে সোমবার উদ্ধার হওয়া আরও চার কিশোরকে এখনো তাদের বাবা-মা দেখা করতে পারেননি।

অভিযানে চূড়ান্ত পর্যায়ে তিন দিন ধরে উদ্ধার হওয়া ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ এখনো চিয়াং রাই প্রাচ্যানুকরোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদেরকে ‘কোয়ারেনটিন’ অবস্থায় অর্থাৎ শুধু চিকিৎসক ও আবশ্যক মেডিকেল কর্মী ছাড়া সবার ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।