অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালামপুরে খুন হওয়া পটুয়াখালীর
মেয়ে আইনজীবী সাজেদা-ই-বুলবুল এর মরদেহ দেশে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সহযোগিতা কামনা ও ঘাতক স্বামী শাহজাদাসহ এ হত্যাকান্ডের সাথে
জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ
করেছে এলাকাবাসী। মায়ের লাশ ফেরত আনার দাবীতে শহরে সকলের সাথে রাজপথে
দাড়িয়েছে সাদিয়াতুজ্জোহরা মুগ্ধ। কিছু বুঝে উঠার আগেই মাকে হারায় সে। মা
হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে মালায়শিয়া পুলিশ। গত ১০ জুলাই
কুয়ালামপুরে সাজেদা ই বুলবুলের ১২ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দেশে
ফেরত আনার দাবীতে বৃহস্পতিবার (১৯জুলাই) সকালে বড় মসজিদ সংলগ্ন সদর রোডে
মানবন্ধন করেছে পটুয়াখালীবাসী। মানববন্ধনে নিহতের বাবা আনিসুর রহমান, মা
মমতাজ বেগম, প্রেসক্লাব সভাপতি কাজলবরন দাস, আওয়ামী লীগ নেতা গাজী
হাফিজুর রহমান সবীরসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। সাজেদার মৃতদেহ দেশে
ফিরিয়ে এনে পটুয়াখালীতে তার স্বজনের কাছে হস্তান্তর এবং হত্যাকারীকে দেশে
ফিরিয়ে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন বক্তারা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.