অনলাইন ডেস্ক : বলিউডে তাঁর শেষ ছবি ‘আইয়ারি’ ফ্লপ। তাতে কি, দক্ষিণে রাকুলপ্রীত সিংয়ের দুর্দান্ত সময় কাটছে। ২০১৩ থেকে দক্ষিণে প্রতিবছরই উপহার দিয়েছেন হিট ছবি। এবার বহুল আলোচিত এনটিআরের বায়োপিকেও দেখা যেতে পারে তাঁকে। সেটাও আবার এ বছর প্রয়াত হওয়া অভিনেত্রী শ্রীদবীের চরিত্রে! দক্ষিণের জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ এনটিআরের বায়োপিক অনেক দিন থেকেই আলোচনায়। আগেই ঠিক হয়েছে, বিগ বাজেটের এই ছবিতে এনটিআর হবেন নন্দামুরি বালকৃষ্ণ। তাঁর প্রথম স্ত্রীর চরিত্র করবেন বিদ্যা বালান। এবার জানা গেল শ্রীদেবী চরিত্রের অভিনেত্রীর নাম। এনটিআর ও শ্রীদেবী একসঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে আছে ‘বেটাগাডু’, ‘ববিলি পুলি’, ‘জাস্টিস চৌধুরী’র মতো জনপ্রিয় ছবি। বায়োপিকে তাই শ্রীদেবীর চরিত্রটি বেশ গুরুত্ব পাবে। কিংবদন্তির অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত রাকুল। তবে ঝামেলায় পড়েছেন সময় নিয়ে। সাম্প্রতিক সাফল্যে একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যে সময়ে এনটিআরের বায়োপিকের শুটিং হবে, তখন অন্য একটি ছবিতে ব্যস্ত থাকবেন রাকুল। তাহলে উপায়? অভিনেত্রীর একটি সূত্র জানাচ্ছে, ‘যেভাবেই হোক শ্রীদেবীর চরিত্র হাতছাড়া করতে চায় না সে। চেষ্টা চলছে অন্য ছবির শুটিং এগিয়ে বা পিছিয়ে দেওয়ার।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.