অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসার গতকাল সোমবার বিচারপতি সৈয়দা তাহিরা সফদারকে বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে মনোনীত করেছেন। পাকিস্তানে এই প্রথমবারের মতো একজন নারী প্রধান বিচারপতি পদে নিয়োগ পেতে যাচ্ছেন।

জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মুসকানজাই অবসরে যাবেন। আর এর পরেই দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি তাহিরা সফদার।

তাহিরা সফদার ১৯৫৭ সালের ৫ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্ম গ্রহণ করেন।

তিনি ২০১৯ সালের ৫ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন বলে জানা গেছে।