অনলাইন ডেস্ক : অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই থেকে মধুবালা সকলেই রয়েছেন। কিছুদিন আগে আবার বাহুবলী প্রভাসের মূর্তিও তৈরি হয়েছে। কাছাকাছি সময়ে এ সম্মান পেয়েছেন বিরাট কোহলি, আনুশকা শর্মাও। কিন্তু এতদিন তিনি ছিলেন অধরা। আর নয়, এবার মাদাম তুসোর মিউজিয়ামে ধরা দিতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’ দীপিকা পাডুকোন। এবার মিউজিয়ামে গেলে তার মোমের মূর্তি দেখতে পাবেন দর্শকরা।
সুখবরটি দীপিকা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। দেখা যাচ্ছে, দীপিকার মাপ নিতে ব্যস্ত মাদাম তুসোর কর্মীরা। জানা গিয়েছে, লন্ডন ও দিল্লি দুই মিউজিয়ামেই বসবে দীপিকার মোমের মূর্তি। এর জন্য নায়িকার প্রায় ২০০ রকমের মাপ নেওয়া হয়েছে। হাসিমুখেই মূর্তির জন্য মাপ দিয়েছেন রানি ‘পদ্মাবতী’। নিজের মূর্তি দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.