দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে পর্যটক সোহাগ (৩০)। বুধবার দুপুর থেকে সোহাগ নিখোঁজ রয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুপুরে নিখোঁজ সোহাগ তার দুই সহকর্মী সোহাগ (২০) ও মহসিনকে (২০) নিয়ে দুপুরে গোসলে নামেন। তারা আধাঘন্টা পরে সোহাগকে না দেখতে পেয়ে খুজতে থাকে। একই সময় প্রবল ¯্রােতের তোড়ে আরেক সোহাগ (২০) অসুস্থ হয়ে পড়েন। তাকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহাগের খোঁজ মেলেনি। নিখোজ যুবকসহ তিনজন একটি কনস্ট্রাকশন ফার্মে কুয়াকাটায় কর্মরত রয়েছেন। এদের বাড়ি সাভার উপজেলার আশুলিয়ার জামগড় এলাকায়। ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয়রা সাগরে বিভিন্ন ধরনের নৌযান নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। পর্যটক নিখোজের খবরে কুয়াকাটায় আসা অন্যান্য পর্যটকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।