অনলাইন ডেস্ক : এ বছর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ৩০ জুলাই বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেবেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। সংগীতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পাবেন রুনা। জানা গেছে, সম্মাননা হিসেবে তাঁকে দেওয়া হবে দুই ভরি ওজনের সোনার একটি পদক এবং এক লাখ টাকা। এ ছাড়া ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীকে। রুনা লায়লা বলেন, ‘নজরুলসংগীতে ফিরোজা বেগম যে অবদান রেখে গেছেন তা কখনো ভোলার নয়। কাজের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হতো, কথা হতো। তাঁর মতো এমন গুণী একজন মানুষের নামে প্রচলিত পুরস্কার আমাকে দেওয়া হচ্ছে ভেবে খুব সম্মানিত বোধ করছি। এটা আমার জন্য আশীর্বাদের মতো।’ ২০১৬ সালে এই সম্মাননার প্রবর্তন করা হয়। সে বছর পেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। আর গত বছর পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।