অনলাইন ডেস্ক : বড় কাজের জন্য চাই বড় ভাবনা ও সাহস- প্রযোজক আদিত্য চোপড়া এটা ভালো করেই জানেন। ফলে ‘ঠাগস অব হিন্দোস্তান’ নিয়ে ধুন্ধুমার সবচ কাণ্ড করে চলছেন তিনি। ছবির বিভিন্ন বিষয় নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কিন্তু কোনো না কোনো মাধ্যমে খবর তো প্রকাশ্যে আসেই। এরই মধ্যে ছবিতে অমিতাভ, আমির, ক্যাটরিনাদের লুক প্রকাশ পেয়েছে।

এবার ছবিটির আরও চাঞ্চল্যকর তথ্য জানা গেলো। ‘ঠাগস অব হিন্দোস্তান’-এ দর্শকদের জন্য থাকছে চোখ ধাঁধানো ফিকশন। যার অংশ হিসেবে ছবিতে ব্যবহার করা হচ্ছে দু’টি বিশাল জাহাজ। প্রায় এক বছর ধরে যা নির্মাণ করা হয়েছে।

শোনা গেছে, জলদস্যুদের কাহিনি নিয়ে ইতিহাস নির্ভর এ ছবির বেশিরভাগ শুটিংই হবে সমুদ্রে। এজন্য প্রয়োজন ছিল বিশেষ ধরনের জাহাজ। সেজন্য এমন জাহাজ তৈরির বিষয়ে একমত হন পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য, প্রযোজক আদিত্য চোপড়া ও আমির খান।

ইউরোপের মাল্টা উপকূলে জাহাজ দু’টি তৈরির জন্য প্রায় এক হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। নেওয়া হয়েছে অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শ। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লাখ কেজি।

খরচ যাই হোক, সিনেমাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনো আপস করতে রাজি নন প্রযোজক আদিত্য চোপড়া। বলিউডের পারফেকশনিস্ট আমির খানও সেটাই চান। সূত্র: এনডিটিভি