সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাব- ৮ এর সাথে বন্দুকযুদ্ধে জলদস্যূ কাজল বাহিনীর প্রধান কাজল নামে ১ জলদস্যু নিহত হয়েছে।

শনিবার (২৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর বরাত দিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির আহম্মেদ জানান, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় রাতে র‌্যাবের বিশেষ অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক কাজল নামে এক জলদস্যূ নিহত হয়েছে।এ সময় ৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,র‌্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে।নিহত দস্যূ কাজল বাহিনী প্রধান কাজল নাম বলে জানিয়েছেন।তবে তার বাড়ির ঠিকানা জানাতে পারেনি।