সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রচারনার শুরু থেকে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগে উৎসবের নগরীতে পরিনত হয়েছে গোটা বরিশাল নগরী।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নৌকা মার্কাকে শতভাগ বিজয়ী করতে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে আমতলী উপজেলা আওয়ামীলীগ,জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারনায় উপস্হিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা খানম জোসনা,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নুসরাত সুলতানা,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,হলদিয়ার চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।