দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বিজয়ী মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী মতিউর রহমানের অন্তত সাত সমর্থক রক্তাক্ত জখম হয়েছে। এরা হলেন শামসুল হক, মিরাজ, মিনারা বেগম, হায়াতুন্নেছা, খাদিজা বেগম, রোকেয়া বেগম, আলম তালুকদার।
এদেরকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শামসুল হক ও রোকেয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধর থামাতে গিয়ে সেখানকার চৌকিদার মনির হোসেনও গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যায় চিঙ্গরিয়া গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। পরাজিত প্রার্থীর ছোট ভাই রুহুল আমিনের অভিযোগ, বিজয়ী প্রার্থী ফুটবল প্রতীকের মোজাম্মেল হক ঢোল-বাদ্য নিয়ে মিছিল করছিল। এসময় তাদের সমর্থক কোহিনুর বেগমকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।
একই সময় অপর সমর্থক মিজানুর রহমানকে মারধর করা হয়। তখন তাদেরকে এসব জিজ্ঞেস করলে মোজাম্মেল হকের নির্দেশে তার সমর্থকরা বেধড়ক হামলা চালায়। মারধর ঠেকাতে গেলে স্থানীয় চৌকিদার মনিরকেও মারধর করে গুরুতর জখম করে। অভিযুক্ত মেম্বার মোজাম্মেল হক জানান, আমি লোকজন নিয়ে গ্রামে একটু দেখা-সাক্ষাত করতে গেছিলাম। তখন একটু সমস্যা হয়েছে। মারধর হামলার কথা মিথ্যা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।