দিবাকর সরকার, কলাপাড়্ প্রতিনিধি : কুয়াকটা সমুদ্র সৈকতের ভাংগন রোধে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারটায় সম্মিলিত কুয়াকাটাবাসী, কুয়াকাটা বয়েস ক্লাব, ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতি, ঢাকাস্থ কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সংগঠন উপক’ল, কুয়াকাটা তরুন ক্লাব, বানৌজা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, ঢাকা কলেজেস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যান পরিষদ (সাগরকন্যা), ঢাকাস্থ চম্পাপুর ছাত্র কল্যান পরিষদ (পায়রা) এবং ঢাকাস্থ মহিপুর ছাত্র কল্যান পরিষদ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভ’মি সাগরকন্যা কুয়াকাটার বালুক্ষয়ে ভাংগন থেকে রক্ষায় ঢাকার রাজপথের এ মানববন্ধনে অংশ গ্রহন করে কুয়াকাটাসহ পটুয়াখালীর ঢাকা প্রবাসী বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার কয়েক’শ মানুষ। কুয়াকাটা, কলাপাড়াসহ পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মানুষ ঢাকা গিয়ে এ কর্মসূচীতে অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি নাসির উদ্দিন বিল্পব, আরিফ বিল্লাহ নাসিম, মো. মহিউদ্দিন, আ. রহিম, ওসমান গনি, আবু হানিফ, মামুন খান, রাসেল খান, মাসুদ পারভেজ সাগর আব্দুল্লাহ আল মামুন (সভাপতি ছেলা ছাত্রসমিতি), শহীদুল ইসলাম (যুগ্ম -সাধারণ সম্পাদক জেলা ছাত্র সমিতি), জহির রায়হান (যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রসমিতি) প্রমুখ।

প্রধানমন্ত্রীর ভালবাসার কুয়াকাটা রক্ষায় তার দ্রুত হস্তক্ষেপ কামনা করে এসময় বক্তারা বলেন, কুয়াকাটার বালুক্ষয়ে সৃস্ট ভাঙ্গন রোধে বারবার প্রতিশ্রুতির বিনিময়ে হতাশা ছাড়া কিছুই প্রাপ্তি নেই। গত দুই সপ্তাহ ধরে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সৈকত লন্ডভন্ড হয়ে গিয়েছে। সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে গেছে কুয়াকাটা জাতীয় উদ্যান ও লেবুরচর সংরক্ষিত বনাঞ্চলের শতশত বিভিন্ন প্রজাতির গাছ। সৈকতের জিরো  পয়েন্টের মূল সড়কসহ একাধিক স্থাপনা ও হোটেল বিলীন হয়ে গিয়েছে। সৈকতের এ অগ্নিমূর্তিতে  ভীতস্বন্তস্থ হয়ে পড়েছে কুয়াকাটায় কোটি কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীরা। এখন পর্যটকরা কুয়াকাটায় ভ্রমনে এসে সৈকতের এ ভঙ্গুর দশা দেখে আৎকে উঠেসবাই । তাই কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও মূল সৈকত রক্ষা এখন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে ।
এদিকে গত দুই সপ্তাহ ধরে দেশের অপার সম্ভাবনাময় এ পর্যটনকেন্দ্রটিকে রক্ষার দাবি জানিয়ে স্থনীয় পর্যায় কয়েকবার মানবন্ধন ও কর্মসূচি পালন করেছেন এলাকার সকল স্তরের মানুষ। এতে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী  আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার অংশ নিয়ে সকলকে আস্বস্ত করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যেগ নেওয়া হয়নি।