সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার চাউলা বাজারের ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ ইউসুফ মুন্সি হত্যা মামলা প্রধান আসামী জাফর হাওলাদারকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করেছে। সোমবার (৩০ জুলাই) আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির রিমান্ড আবেদন শুনানীর জন্য আগামী রবিবার দিন ধার্য্য করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।
রবিবার রাতে পুলিশ এ হত্যা মামলার প্রধান আসামী জাফর হাওলাদারকে গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রাম থেকে গ্রেফতার করে।সোমবার আসামী জাফর হাওলাদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির আগামী রবিবার রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য্য করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ বলেন,আসামী জাফর হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।আদালত রিমান্ড আাবেদন শুনানীর দিন আগামী রবিবার দিন ধার্য্য করেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন,ইউসুফ হত্যা মামলার আসামী জাফর হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য,উপজেলার চাউলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আঠারোগাছিয়া ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক ইউসুফ মুন্সী ১০ এপ্রিল দোকান বন্ধ করে বন্ধু আলমগীর হোসেনের মা ময়ফুল বিবিকে (৭০) দেখতে মোটর সাইকেলে পটুয়াখালী হাসপাতালে যাচ্ছিল।পথিমধ্যে মিরাজের নির্মাণাধীন দোকানের পাশে ওত পেঁতে থাকা ২০/২৫ জন সন্ত্রাসী ইউসুফ মুন্সীকে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতারি কুপিয়ে ও আলমগীরকে পিটিয়ে গুরুতর আহত করে।সঙ্কটজনক অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মুন্সিকে মৃত্যু ঘোষনা করেন।এ ঘটনায় যুবদল নেতা ইউসুফ মুন্সির ছোট ভাই মিজানুর মুন্সি বাদী হয়ে ১৪ জনের নামে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করে।