অনলাইন ডেস্ক : এবারের ঈদুল আযহায় দর্শকদের অনুরোধে সাজ্জাদ সুমন নির্মাণ করছেন কলুর বলদ-২। প্রবাসীদের না বলা কষ্টগুলো নিয়ে গত ঈদুল ফিতরে সাজ্জাদ সুমন নির্মাণ করেন কলুদ বলদ ।
ইতোমধ্যে সম্পন্ন হয়েছে নাটকটির প্রবাস অংশের শুটিং। দুটিই নাটকই রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এখন চলছে দেশীয় অংশের দৃশ্যধারনের কাজ। নাটকটির প্রবাস দশ্যে অভিনয় করেছেন রিয়াজ, আখন্দ জাহিদ,নিকুল কুমার মন্ডল বাদল সরকার। এছাড়াও দেশিয় অংশের অভিনয়ে দেখা যাবে ফারহানা মিলি,দিলারা জামান,হিমি হাফিজ,হান্নান শেলিসহ আরও অনেকেই।