দর্পণ স্পোর্টস ডেস্ক :
ফরাসি লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জয় দিয়ে তাদের মিশন শুরু করতে চায় । দলে রয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য। যাদের একজন কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা আবিষ্কর, যাকে ভাবা হচ্ছে আগামী দিনের তারকা হিসেবে। আছেন সুপারস্টার নেইমারও। গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি নেইমারের। রেকর্ড গড়ে বার্সেলােনা থেকে পিএসজিতে এসে শুরুটা ভালোই হয়েছিল তার। কিন্তু ফেব্রুয়ারিতে চোটে পড়ে সব এলোমলেো হয়ে যায়। এরপর আর মাঠেই নামা হয়নি তার। নতুন মৌসুমে পিএসজিকে নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে মরিয়া নেইমার। সেই সঙ্গে নেইমার-এমবাপ্পের পাশে পাচ্ছেন কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে যিনি জুভেন্তাস ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। লীগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির প্রতিপক্ষ কাঁ। কাঁর বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে জিতেছিল পিএসজি। এমনকি এ শতাব্দীতে এখন পর্যন্ত পিএসজিকে হারাতে পারেনি দলটি।
যদিও প্রথম ম্যাচে নিশ্চিত নন ইতালিয়ান গ্রেট বুফনের খেলা। তাকে খেলানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোচ টমাস টুখেল। এদিকে চোট কাটিয়ে আবারো পিএসজিকে এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত নেইমার। শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার চ্যাম্পিয়ন্স লীগকেও পাখির চোখ করেছে তারা।