দর্পণ স্পাের্টস ডেস্ক
ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ (৩-২) হারে স্বাগতিক শ্রীলঙ্কা।
আগের ম্যাচে মাত্র ৩ রানে জয়লাভ করা শ্রীলঙ্কা রোববার ১৭৮ রানের বড় ব্যবধানে জয় পায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে লঙ্কানদের এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। এর আগে ২০১৩ সালে কলম্বোতেই ১৮০ রানে জয় পেয়েছিল স্বাগতিকরা।
এই জয়ের মধ্য দিয়ে দুই দলের মধ্যকার ৭১টি ওয়ানডে ম্যাচে ৩১টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাকি ৩৮ ম্যাচে জয় পায় আফ্রিকা।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৫০ ওভারে ২৯৯ রান সংগ্রহ করে অ্যাঞ্জোলো ম্যাথিউসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন অধিনায়ক। ৯৭ বলে ১১ চার ও এক ছক্কায় ৯৭ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাথিউস। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি লঙ্কান এ অধিনায়ক। এছাড়া ৪৩ রান করেন ওপেনার ডিকওয়েলা।
টার্গেট তাড়া করতে নেমে আকিল ধনাঞ্জয়ার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৪.৪ ওভারে ১২১ রান তুলতেই অলআউট হয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। ৯ ওভারে ২৯ রান দিয়ে ৬ উইকেট নেন ধনাঞ্জয়া। ১৪ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে একটি মাত্র টি-২০’র মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা।