অনলাইন ডেস্ক : চার বছর পর আবারও সিনেমা পরিচালনা করার প্রস্তুতি নিয়েছেন এ খ্যাতিমান সঙ্গীত তারকা। তার দ্বিতীয় এ ছবির নাম ‘ঠিকানা’। পারিবারিক বিভিন্ন ঘটনাই এ ছবির গল্পের মূল উপজীব্য। আগামী ১৬ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ মূলত গানের মানুষ। গান নিয়েই তার সব ধ্যান-জ্ঞ্যান। তবে এর আগে বিভিন্ন সময় নাট্য পরিচালনায় তাকে দেখা গেছে। নাটকের পাশাপাশি ‘কুসুমপুরের গল্প’ শিরোনামে একটি ছবিও নির্মাণ করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে আমার পরিচালনায় প্রথম ছবিটি দর্শক বেশ পছন্দ করেছিল। দর্শকের সেই ভালোবাসা অনুপ্রেরণা হিসেবে নিয়ে দ্বিতীয় এ ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষ প্রান্তে নির্মাণ কাজ শেষ হবে। এরপর দ্রুতই ছবিটি মুক্তি দেয়া হবে।’ এর সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন তারেক আজিজ নিশক।

সিনেমা নির্মাণের এ ব্যস্ততার মধ্যে গান নিয়েও কাজ করছেন ফেরদৌস ওয়াহিদ। তার গাওয়া ২২টি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ১২টি নতুন, ১০টি পুরনো গান। অন্যদিকে ২০০৮ সালে তার গাওয়া ৪টি জনপ্রিয় গান নিয়ে আলাদা একটি মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে।