সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ প্রেম মানে না জাত কুল ধর্ম। আবারও একবার সেকথা মনে করিয়ে দিল লিমা আক্তার ও শান্তনু দেবনাথ। প্রেমিকাসহ একজন উপ-পুলিশ পরিদর্শককে পটুয়াখালীর লেবুখালী ফেরী পারাপারকালে জনতা আটক করে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১১ আগষ্ট) দুপুর ২টার দিকে প্রেমিকা লিমা আক্তার (১৮) তার প্রেমিক এসআই শান্তনু দেবনাথ (২৪) এর সাথে পালাবার সময় নেমে দ্রুততার সাথে ফেরি পারারের চেষ্টা এবং বার বার এদিক ওদিক তাকানোসহ সন্দেহজনক আচরন করতে থাকলে স্থানীয়রা তাদের ঘিরে রাখে এবং তাদের পরিচয় জানতে চায়। নাম ও পিতার নাম দুজনার ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ায় তারা ফেঁসে যায়। স্থানীয় জনতা তাদেরকে টহল পুলিশের মাধ্যমে দুমকি থানায় সোর্দপ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রেমের সম্পর্কে বাড়ি পালানোর ঘটনা প্রকাশ পায়।

ইতিমধ্যে লিমার বড় ভাইও বোনকে খুঁজতে খুঁজতে থানায় হাজির হয়।

আটক প্রেমিকা লিমার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া গ্রামে। তার পিতার নাম শাহআলম ভুঁইয়া এবং প্রেমিক এসআই শান্ত নু দেবনাথের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া এলাকায়। তার পিতার নাম হরেন্দ্র দেবনাথ।সে ভোলা জেলার সদর থানায় কর্মরত আছে। এ খবর আমতলীতে পৌঁছালে ব্যাপক চঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় এবং ভালবাসার কারনে স্বইচ্ছায় বাড়ি থেকে পালানোর ব্যাপাওে নিশ্চিত হওয়ায়, তাদেরকে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে ধারনা দেয়ায় তারা তাদেও ভুল বুঝতে পারে। প্রেমিকা লিমার বড় ভাইও কোন রকম আইনী ঝামেলায় না যেতে চাওয়ায় তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান আটকের সত্যতা স্বীকার করে বলেন, কোন অভিযোগ না পাওয়ায় দুজনকেই পরিবারের জিম্মায় দু’জনকে রাতেই ছেড়ে দেয়া হয়েছে।