দর্পণ বিনোদন ডেস্ক:

এ নিয়ে দেব ভক্তদের উৎসাহের কমতি নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হইচই আনলিমিটেড’র পোস্টার শ্যুটের ভিডিও। কৌশানি, দেব এবং পূজার কয়েকটি শট দেখে সকলের ধারণা একটা ইন্টারেস্টিং লাভ ট্র্যাঙ্গেল দেখা যাবে ছবিটিতে৷

এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তার স্ত্রী (কৌশানি) সব সময় পুজো নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা।

প্রোমোটার বিজনের দু’বউ। কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিত্বের কথা টের পেরে যায়।

সুদীপ্তা চক্রবর্তী। সে এ ছবির গুন্ডা। অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়, কারণ অভিনেত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে সেটাই।
পরকীয়া প্রেমের রং মাখানো অশান্তি সর্বদা। শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতি মতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। এরকম একটা ইন্টারিস্টিং গল্পই হইচই এর মূল প্রতিপাদ্য।