অনলাইন ডেস্ক : তৈমুর আলী খানকে নিয়ে পাপারাজ্জিদের আগ্রহের শেষ নেই। তাকে পেলেই ছবি তোলার হিড়িক শুরু হয়ে যায়। আর বলিউডের অন্যতম প্রিয় এই স্টার কিডকে নিয়ে তার মা কারিনা কাপুর কি বললেন জানেন?

কারিনা বলেন, কাজের বাইরে যতোটা সময় পাই, সেটা তৈমুরের সঙ্গেই কাটাই। তৈমুরকে আদর করে দেওয়াই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। তৈমুরের মা হওয়ার এটাই সবচেয়ে বড় পাওনা।