দর্পণ ডেস্ক:
দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার যৌন জীবনযাপনের নতুন কাহিনী প্রকাশ। মহানায়কের এ ঘটনা এতদিন ধামাচাপাই ছিল। এবার তা প্রকাশ করে দিলেন আর্জেন্টাইন টিভি স্টার মির্থা লেগ্র্যান্ড। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিলানের তারকা ফুটবলার মাউরো ইকার্ডির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই কাহিনীই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছেন মির্থা।
নারা ও ম্যারাডোনার সম্পর্কের কথা বলতে গিয়ে এক রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। মার দেল প্লাটার একটি হোটেলে উঠেছিলেন মির্থা। সেই হোটেলেরই অন্য একটি রুম বুক করেছিলেন ম্যারাডোনা ও নারা৷ রাতে ম্যারাডোনা ও নারা উদ্দাম যৌনতায় মেতে ওঠেন।
পাশের ঘরে বিকট শব্দ তো হতোই তার সঙ্গে আসবাবপত্র সরানোর শব্দও শুনতে পেয়েছিলেন মির্থা। এই ঘটনার পর মির্থাকে একবার নারা জিজ্ঞাসা করেন, তোমার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করো না কেন?
মির্থা এমন প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান। নারাকে পাল্টা প্রশ্ন মির্থার তোমাকে? তুমি তো ম্যারাডোনার সঙ্গে হোটেলে উঠেছ। গত রাতে তুমি আর ম্যারাডোনা আমাকে ঘুমাতে দাওনি। মির্থা আরও বলেন, ওরা আসবাবপত্র সরাতাে। কেন যে আসবাবপত্র সরাতাে তা আমার জানা ছিল না।
এই ঘটনা অনেকদিন আগের। ইকার্ডিকে বিয়ে করেন নারা। তার আগে প্রাক্তন বার্সেলোনা তারকা ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন তিনি। এক সময় ম্যারাডোনার যৌন সঙ্গী যে ছিলেন নারা- তা এবার প্রকাশ্যে এলাে।
প্রসঙ্গত, এর আগেও ফুটবল মহাতারকার যৌন জীবনের নানা রঙিন কাহিনী উঠে এসেছে সামনে। এবার সেই কাহিনীমালায় যুক্ত হল নতুন কাহিনী।
সূত্র : এবেলা

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.