অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তিনি একাই হাসপালে যান।
ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক বিলকিস বেগম জানান, ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।
বিলকিস বেগম আরও জানান, ওই গৃহবধূ গতকাল রোববার গ্রামের বাড়ি থেকে গুলিস্তানে তার সৎ বোনের বাসায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন। গুলিস্তানে চার-পাঁচজন লোক তাকে রাতভর ধর্ষণ করে। ওই নারী এখন ওসিসিতে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জনান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ওই গৃহবধূ সুস্থ হলে বাকি তথ্য জানা যাবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.