দর্পণ ডেস্ক : প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের সেই চোখের ইশারার কথা মনে আছে? ভারতের দক্ষিণের মালায়ালাম ভাষার রোমান্টিক-কমেডি ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়ার চোখের ইশারায় কাত হয়ে যায় নেট দুনিয়া। এক চোখ টিপ দিয়েই রাতারাতি তারকা বনে যান তিনি।
এবার নতুন এক লুকে নেট দুনিয়ায় হাজির হয়ে সবাইকে তাক লাগিয়েছেন ১৯ বছর বয়সের এই মেয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। তাতে কাসাভু নামে এক ধরনের শাড়িতে দেখা যায় প্রিয়াকে। ছবিটি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রিয়ার এই ছবি দেখে প্রশংসা করেন।