বিকাশ হাওলাদার, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী : সাংবাদিক সুর্বনা নদীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় গনমাধ্যম কর্মীদের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০আগষ্ট) বেলা ১১ টার দিকে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উদ্যোগে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচী পালন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মান্নু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র ও সাবেক প্রেসক্লাব সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, আনন্দ টিভি’র কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বছরের পর বছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যার ক্লু এখন পর্যন্ত বের
হয়নি।
উল্লেখ্য, সুবর্ণা নদী (৩২) নামের পাবনায় এক নারী সাংবাদিকে গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে তার বাড়ির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সুবর্ণা নদী স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ টিভির পাবনা প্রতিনিধি।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সুর্বনা নদীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি তার জীবননাশের আশঙ্কা করে এ সংক্রান্ত বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা সত্তেও ওই এলাকার পুলিশ প্রশাসন আমলে নেয়নি যা দুঃখজনক। তারা অবিলম্বে সুবর্না নদী’র হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.