দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠককালে এই ঐকমত্য প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারত দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একসঙ্গে কাজ অব্যাহত রাখায় সম্মত হয়েছে।
নেপালের কাঠমাণ্ডুতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পার্শ্ব বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেয়া দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক হয়। এতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন দক্ষিণ এশিয়ার দুই নেতা।
আজ বিকেলে বৈঠক অনুষ্ঠানের পর স্থানীয় হোটেল সোয়ালটী ক্রাউন প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে দুই নেতাকে উদ্ধৃত করে বলেন, “তারা বলেছেন, ‘আমরা আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে চাই।'” এ সময় দুই নেতা সাত জাতি গ্রুপের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা প্রকাশ করেন।
শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।