দর্পণ ডেস্ক :  ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন, জোরারগঞ্জ থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।