দর্পণ ডেস্ক : গত শুক্রবার মুক্তি পাওয়া অমর কৌশিকের হরর কমেডি ছবি ‘স্ত্রী’ বক্স অফিসে বেশ ভালো করছে। গত তিন দিনে ছবিটি ৩২.০৭ কোটি রুপি আয় করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটির ওপেনিং ডে আয় ছিল ৬.৮২ কোটি রুপি। শনিবার ছবিটি আয় করে ডাবল ডিজিট, ১০.৮৭ কোটি রুপি। আর ভারতের ছুটির দিনে ছবিটি আয় করে ১৪.৩৮ কোটি রুপি। সব মিলিয়ে ৩ দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় ৩২.০৭ কোটি রুপি।

উল্লেখ্য, চলচ্চিত্রবোদ্ধাদের দারুণ রিভিউ পায় ছবিটি। আশা করা হচ্ছে, ছবিটির লাইফটাইম আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।