দর্পণ ডেস্ক :
গাড়ির মধ্যে সমকামিতার দায়ে দুজন নারীকে বেত্রাঘাতের নির্দেশ নিয়েছেন মালয়েশিয়ার ধর্মীয় একটি আদালত। জানা গেছে, মুসলিম ওই দুই নারীর মধ্যে একজনের বয়স ৩২ বছর এবং অন্যজনের ২২ বছর।
পাবলিক পরিসরে সমলিঙ্গের কেউ যৌন সম্পর্ক করার দায়ে তেরাঙ্গানা রাজ্যের শরিয়া আদালত এই প্রথমবারের মতো সাজা দিলেন।
এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের রায়ে ওই দুই নারীর মানবাধিকার লঙ্ঘন করা হলো। যদিও ধর্মীয় আইন এবং ধর্মনিরপেক্ষ আইনেও সমকামিতা অবৈধ।
সরকারি কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনার খবর এর আগে পাওয়া যায়নি। আর ওই আদালত এ ধরনের ঘটনা মোকাবিলা করলেন প্রথমবারের মতো।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীরা যে গাড়ির মধ্যে সমকামিতা করেছেন, সেটা শতাধিক লোক দেখেছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.