দর্পণ ডেস্ক :
রাজধানী ঢাকাতের মটরসাইকেল চালকদেরকে আইন-শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করার জন্য ঘোষণা করা হয়েছে ফুয়েল কন্ট্রোল প্রোগ্রাম। অর্থাৎ এখন থেকে প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। হেলমেট না পরলে তাদের কাছে পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না। এর আগে রংপুরে নো হেলমেট নো পেট্রোল কর্মসূচিদেশের বিভিন্ন জেলায় ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়ার যাওয়ায় ঢাকাতেও চালু হলো এ প্রোগ্রাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচি ঘোষণার সময় একথা জানান।
তিনি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলো এই কার্যক্রম চালু করেছে। তাদের এ বিষয়ে পুলিশ নির্দেশনা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলে দুজনের বেশি আরোহী চড়তে পারবে না। কোনও ফুটপাতে মোটরসাইকেল দেখা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে, বিভাগীয় নগরী রংপুরে পুলিশ ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করে পুলিশ।
পুলিশ মোতায়েন করা হয়েছে এ কর্মসূচি বাস্তবায়ন করতে নগরীর প্রতিটি পেট্রোল পাম্পে । জেলার বেশিরভাগ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে রাজধানীতেও এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ডিএমপি।