দর্পণ ডেস্ক :
গ্রামগুলো আরো উন্নত করতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছানো হবে।
‘রাজধানীর ওপর যেন চাপ কমে সেই চেষ্টা করা হচ্ছে। গ্রামেও যেন মানুষ উন্নত বাড়িঘর করতে পারে সেজন্য ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।’
শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি’র ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সকলের উন্নয়নের দিকে দৃষ্টি দেয়। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা পেয়েছি, সেটা ধরে রাখতে হবে। এত বড় বাজেট আর কখনো হয়নি। উন্নয়ন প্রকল্পেই রেখেছি বেশি টাকা। কাজেই আপনাদের দায়িত্ব কতটা বেড়েছে বুঝতেই পারছেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পদ্মা সেতু করা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের দেশের একজন নোবেল লরিয়েট প্রতিষ্ঠানের পদ হারালেন, বয়সে কুলালো না। তিনি যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটনের কাছে গেলেন। বিভিন্ন জায়গায় অভিযোগ করলেন।
আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করতে শুরু করলাম। সেই পদ্মা সেতু তৈরি হচ্ছে। তার অভিযোগেই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে পদ্মা সেতুতে আর টাকা দিল না।