দর্পণ ডেস্ক :
নিউজিল্যান্ডের নারী বিষয়ক ও সহকারী পরিবহনমন্ত্রী জুলি জেন্টার। গ্রিন পার্টির এ রাজনীতিক দেশটিতে পরিবেশের ভারসম্য রক্ষায় সাইকেল চালানোয় উৎসাহ দেয়ার মাধ্যমে আলোচনায় আসেন। ৩৮ বছর বয়সী এই মন্ত্রী রোববার সন্তান জন্ম দিতে তার এক সঙ্গীকে নিয়ে সাইকেলে চেপে গেলেন স্থানীয় একটি হাসপাতালে। সেই দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এই হলো ঘটনা। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন।’
অনুসারীদের উদ্দেশ্যে তিনি আরো লিখেছেন, ‘আমি ও আমার সঙ্গী সাইকেল চালিয়ে এসেছি কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে যথেষ্ট জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটা বেশ ভালোই হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি। প্রসব বেদনা ওঠার জন্য গত সপ্তাহে আমার আরো বেশি সাইকেল চালানো দরকার ছিল।’
সাইকেলে এখন আরও একটা সিট লাগাতে হবে মার্কিন বংশোদ্ভূত জুলি এও লিখেন। সূত্র : বিবিসি

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.