PALEMBANG, INDONESIA - JUNE 09 : An Indonesian muslim man reads a large Quran made of carved wood at a boarding school during Ramadan month in Palembang, Indonesia on June 9, 2016.  (Photo by Muhammad Fajri /Anadolu Agency/Getty Images)

দর্পণ ডেস্ক :
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আঙ্গিকে কোরআনের হরফ সংরক্ষণ করা হয়েছে। সেগুলোর আকৃতি ও অবয়বেও রয়েছে বৈচিত্র্য। কিন্তু কাঠে খোদাইকৃত পৃথিবীর সর্ববৃহৎ কোরআন শরিফের কথা হয়তো অনেকের অজানা।
কাঠে খোদাইকৃত পৃথিবীর সর্ববৃহৎ কোরআন শরিফ রয়েছে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমবাঙ্গেতে। কাঠের ওপর খোদাইকৃত কোরআনের প্রতি পৃষ্ঠার দৈর্ঘ্য ১.৭৭ মিটার ও প্রস্থ ১.৪০ মিটার। অর্থাৎ ৫.৮ ফুট দৈর্ঘ্য ও ৪.৬ ফুট প্রস্থ।
এমন কোরআনের পাণ্ডুলিপি প্রস্তুতকারক সাফওয়াতিল্লাহ মোহজাইব বলেন, ৩০ পারা কোরআনের এই পাণ্ডুলিপি তৈরি করতে ৯ বছর সময় লেগেছে। প্রয়োজনীয় কাঠ ও অর্থের অভাবেই মূলত কাজ নির্ধারিত সময়ে শেষ করতে দেরি হয়েছে।
পাঁচতলা বিশিষ্ট এই বিশাল কোরআনটি পালেমবাঙ্গের আল-ইহসানিয়া গান্দুস বোর্ডিং স্কুলের আল-কোরআন আল-আকবর জাদুঘরে রাখা হয়েছে। ২০১১ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বাম্বাং জুহোয়ানোও বৃহদাকারের এ কোরআন প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রতিদিন কোরআনটির প্রদর্শনী দেখতে প্রচুর দর্শনার্থী হাজির হন। বর্তমানে ইন্দোনেশীয় নাগরিকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু এই কোরআন। সাফওয়াতিল্লাহর ভাষ্যানুযায়ী, ২০১২ সাল থেকে কোরআন শরিফটি পরিদর্শন করেছেন কমপক্ষে ১০ লাখ দর্শনার্থী ।