দর্পণ ডেস্ক :
মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ বলেছেন, তার দেশে সমলিঙ্গের বিয়ে মেনে নেয়া হবে না। সম্প্রতি দেশটিতে সমকামী সমপ্রদায়ের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাওয়ায় সরকারের সমালোচনায় নেমেছেন দেশটির মানবাধিকার কর্মীরা। তাদের প্রতিক্রিয়ার জবাবেই শুক্রবার এমন মন্তব্য করেছেন মাহাথির মোহাম্মদ।
সাংবাদিকদের কাছে তিনি বলেন, পশ্চিমা উন্নত দেশগুলোতে সমকামীদের মধ্যে বিয়ে মেনে নেয়া হয়েছে। কিন্তু কিছু বিষয় রয়েছে যা মালয়েশিয়ার প্রেক্ষাপটে মেনে নেয়া সম্ভব নয়।
যদিও কয়েক দিন আগেই সমকামিতার দায়ে দুই নারীকে বেত্রাঘাত করা হলে তার প্রতিবাদ করেছিলেন মাহাথির। কিন্তু তিনি তখন এ বিচারকে সঠিক ইসলামের পথ না বলে দাবি করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.