দর্পণ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিজি-৮৪ বিমানযোগে পাঁচ দিনের সফরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।
তিনি আগামী ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে। বাসস ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.