দর্পণ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিল ইরান। সম্প্রতি এক ভিডিওতে এমনই কড়া বার্তা দিয়েছে তেহরান।
ভিডিও বার্তায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খােমেনি নিয়ন্ত্রণে থাকা রেভলুশনারি গার্ডের পক্ষ থেকে এই হুমকি দেয়া হয়। ভিডিওটি আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি টুইট করার কিছু পরেই তা মুছে দেয়। তবে এই হুমকিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ভিডিও ফুটেজে খােমেনিকে বলতে শোনা যাচ্ছে, হিট অ্যান্ড রানের যুগ এখন শেষ হয়ে গেছে। দোষীদের উপযুক্ত এবং কড়া শাস্তি দেয়া হবে।
প্রসঙ্গত, ইরানে সামরিক বাহীনীর এক কুচকাওয়াজে হামলা চালায় কিছু দুষ্কৃতি৷ এতেই ক্ষিপ্ত ইরান। সংবাদ সংস্থা ইরনা জানায়, মিলিটারি প্যারেডে জঙ্গি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৪ জন৷ অন্তত ৫০ জন জখম হয়েছেন৷ বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, এই হামলায় কুঁকড়ে গিয়েছে ইরানি জনজীবন৷ নিহতদের মধ্যে ইরানের রেভলুশনারি গার্ডস বাহিনীর আটজন সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন৷

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.