নিজস্ব সংবাদদাতা : মুন্সীগঞ্জ জেলার সমষপুর নিবাসী মরহুম ওসমান খান সাহেবের স্ত্রী ও দৈনিক দর্পণ প্রতিদিন এর সাব-এডিটর তাহমিনা আখতার সোনিয়ার এর নান হাজেরা ওসমান গত ২৮/০৯/২০১৮ ইং তারিখ রোজ শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি পুত্র, পুত্রবধূ, কণ্যা, জামাতা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমার আত্মারমাগফিরাত কামনায় আগামী ১অক্টোবর রোজ সোমবার বাদ-আছর তার ধানমন্ডিস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে। পরিবারবর্গ