নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার জুবায়ের হোসেনসহ সক্রিয় পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উগ্রবাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। র্যাবের নাটোর ইউনিটের কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার রাতে দেড়টার দিতে বড়াইগ্রাম ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে উগ্রবাদি বই ও লিফলেটসহ জেএমবি’র পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেন (৩৫) দোগাছি গ্রামের আজিমউদ্দিনের ছেলে। আটক অন্যরা হলেন দোগাছি গ্রামের মোকসেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ফরহাদ (৩৬), গুনাইহাটি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন আব্বাস (৩৮), এবং দোগাছি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল (৩২) ও জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের রজব আলীর ছেলে জাকারিয়া (২৩)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.