দর্পণ ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি। হাতে খুব একটা শুটিং ব্যস্ত না থাকায় বেশ খুশ মেজাজেই সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার এ নায়িকা নিজের ফেসবুক ওয়ালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার ফেসবুক মেসেঞ্জারে করা কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন। যাতে দুজনার মধ্যকার ভলো সম্পর্কের বিষয়টি খোলাসা হয়েছে।
স্ক্রিনশটগুলোর ক্যাপশনে পরীমনি লিখেন, ‘ডিয়ার সুপার কিপটা বন্ধু আমার আবদুল আজিজ। সাক্ষী রইলো এ জাতি।’
আবদুল আজিজ আর পরীমনির সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরকে ‘তুই’ সম্মোধন করেন তারা। জাজের ‘রক্ত’ ছবিতে অভিনয় করেছেন পরী। এরপর জাজের কোন ছবিতে আর দেখা যায়নি পরীকে। তবে দেখা না গেলেও তাদের বন্ধুত্ব রয়েছে অটুট।
এদিকে চলতি বছর থেকে জাজকে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের জন্মদিন বেশ ঘটা করে পালন করতে দেখা গেছে। তার ধারাবাহিকতায় পরীমনির জন্মদিনও হয়তো ঘটা করে পালন করতে যাচ্ছে জাজ।পরীর সঙ্গে আবদুল আজিজের সে প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে। যা ফাঁস করে জাতিকে সাক্ষী রাখলেন পরী।