দর্পণ ডেস্ক : তা দেখলে অতি বড় সন্ন্যাসীরও তপোভঙ্গ অনিবার্য। যে ভাবে পুনম আবির্ভূতা হয়েছেন।
৬৬ বছর বয়সে স্ক্রিন থেকে একটু সরেই থাকেন শক্তি কপূর। কিন্তু এই মুহূর্তে তিনি সংবাদ শিরোনামে। কারণ অতি ঘোরালো। তিনি আজ আর তেমন ভিলেন নন।
দ্য জার্নি অফ কর্মা’ ছবির একটি গানের ভিডিও, গত ৫ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে। আর এর মধ্যেই ‘সুগার বিস্কিট’ শীর্ষক গানের এই ভিডিও নিয়ে তুলকালাম নেট-জগতে। গানের দৃশ্যায়নে শক্তি কপূর অতি রোম্যান্টিক চেহারায় হাজির। সেটা বড় কথা নয়। যাঁর সঙ্গে তাঁর রোম্যান্স দৃশ্যায়িত হয়েছে, তিনি টগবগে পুনম পাণ্ডে। আর যে ভাবে পুনম আবির্ভূতা হয়েছেন, তা দেখলে অতি বড় সন্ন্যাসীরও তপোভঙ্গ অনিবার্য।
নিজেকে এই গানে উজার করে দিয়েছেন পুনম অতি স্বল্প পোশাকে । কিন্তু তাঁকে টপকে গিয়েছেন শক্তি। সেই ১৯৮০-র দশকের ভিলেনের তেরছা চাউনি, যা দেখলে সেই সময়কার নায়িকারা ফেটে পড়তেন ক্ষোভে। আজ কয়েক দশক পার হয়ে বদলেছে প্রেক্ষিত। পক্ককেশ শক্তির বাহুলগ্না-বক্ষলগ্না হয়ে অতি স্বল্পবসনা পুনম রীতিমতো উল্লসিত। শক্তিও তাঁর বয়সকে এক তমাচায় দূরে সরিয়ে মেতে উঠেছেন শরীরী অভিনয়ে। সব মিলিয়ে খেলা জমে ক্ষির। বিস্কুটে কেবল চিনি নয়, পুরো মাখন লেগে গিয়েছে।
এতেই হিট দানিশ আলফাজ এবং শতক শর্মার সুরারোপিত, দানিশ ও লায়লা শর্মার গাওয়া গান আর তার ভিডিও। নেটিজেনদের টিপ্পনি— বাবার এহেন কাণ্ড দেখে কি বাক্যিহারা সিদ্ধান্ত আর শ্রদ্ধা কপূর? পুরনো চাল ভাতে বাড়ে, জানা রয়েছে। কিন্তু পুরনো চালে যে বিরিয়ানি ফুটিয়ে ছাড়বেন শক্তি, তা জানা ছিল না। তথ্যসূত্র: এবেলা.ইন
দেখে নিন সেই ভিডিও