দর্পণ ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর নতুন চমক নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন সুস্মিতা সেন ।
মধ্যপ্রদেশের একটি ঘটনা অবলম্বনে ক্রাইম ড্রামা থ্রিলার ছবিটিতে একজন নারী পুলিশের চরিত্রে তার দেখা মিলবে বলে বুধবার ডেকান ক্রনিকেলের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সর্বশেষে ২০১০ সালে পরিচালক আনিস বাজমির সিনেমা ‘নো প্রোবলেমে’ দেখা গিয়েছিল সাবেক এই মিস ইউনিভার্সকে। এরপর অনেকটাই আড়ালে ছিলেন তিনি।
দীর্ঘদিনের এই ফাঁকে বিজ্ঞাপন ও বিভিন্ন জনসচেতনমূলক অনুষ্ঠানে অংশ নিলেও নতুন কোনো ছবিতে কাজ করেননি সুস্মিতা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি ক্রাইম ড্রামা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।
২০০৩ সালে ‘সময়’ ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতাকে। তবে এবারের চরিত্রটি আগেরটি থেকে ভিন্ন হবে বলে জানিয়েছেন তিনি।