দর্পণ ডেস্ক : শিগগিরই সন্তানের মুখ দেখতে চলেছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। বিয়ের পাঁচ মাসের মাথায় প্রথম আনুষ্ঠানিক রাজকীয় সফরে তারা এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। এমন সময় সুসংবাদ পেলেন এই দম্পতি।
কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার সিএনএনের এক খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ২০১৯ সালের বসন্তে তারা তাদের প্রথম সন্তানের মুখ দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। জন্মের পর হ্যারি ও মেগান দম্পতির শিশু রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে।
রানি এলিজাবেথ ও রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের গত শুক্রবারই এই খুশির খবরটি জানানো হয়। এদিন তারা উইন্ডসরে আরেক রাজবিয়েতে অংশ নিতে জড়ো হয়েছিলেন। এই বিয়েতে মেগান-হ্যারি দম্পতিও অংশ নেন। এখান থেকেই এ গুঞ্জন রটে, মেগান মা হতে যাচ্ছেন।
১৬ দিনের সফরের অংশ হিসেবে মেগান-হ্যারি দম্পতি অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছালে এই গুঞ্জন আরও জোরদার হয়। এই সফরে তারা অস্ট্রেলিয়া ছাড়াও ফিজি, টোঙ্গা ও নিউজিল্যান্ড সফরে যাবেন।