গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবের পুন:গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গাবালী প্রেস ক্লাব আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি কামরুল হাসান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ
দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম সোহেল,
অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব খান, কার্যকরী সদস্য শুভ সিকদার ও জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আব্দুল মান্নান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান,
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর কবিরুল ইসলাম প্রমূখ।