দর্পণ ডেস্ক : সকালে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের রাস্তায় অ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ী এলাকায় থাকতেন এবং গৃহকর্মীর কাজ করতেন।
নিহতের পরিবার জানায়-
সকালে কাজের উদ্দেশে এক বাসায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন শিল্পী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।