দর্পণ ডেস্ক : রোববার বিকেলে পটুয়াখালীর বাউফল গার্লস স্কুলের পেছনে একটি বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায় মেহেদি হাসান (১৮) তার নানি সাফিয়া বেগমকে (৬৫) ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। বিকেলে একটি মোবাইল ফোন থেকে জনৈক এক ব্যক্তি এক বৃদ্ধার লাশ পরে আছে বলে পুলিশে খবর দেয়।
হত্যার কারণ উদঘাটনে অনুসন্ধানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে রবিবার রাতে বাউফলের দাসপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে আটক করলে মেহেদি হত্যার বিষয়টি স্বীকার করেন। সোমবার দুপুরে মেহেদীকে আদালতে উপস্থাপন করলে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।