দর্পণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিজ অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিবন্ধী ক্রিকেট দলকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ক্রিকেট সিরিজ জয় করে ফেরায় ফুল দিয়ে বরণ করে নিয়েছে জেলা পুলিশ।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর প্রতিবন্ধী ক্রিকেট দলটিকে পুলিশ সুপারের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।
এ সময় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য ও প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, ডিআইও-১ ইমতিয়াজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
গত ২৬ অক্টোবর ৩ ম্যাচের ক্রিকেট সিরিজ খেলতে আগরতলায় যায় ড্রিম ফর ডিজ অ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিবন্ধী ক্রিকেট দলটি। সেখানে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের সঙ্গে তিন ম্যাচ সিরিজের মধ্যে বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় একটিতে জয় পেয়েই সিরিজের শিরোপা লাভ করে ডিস্ অ্যাবিলিটি ফাউন্ডেশনের দলটি। প্রতিবন্ধী ক্রিকেট দলটির নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ।