ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে ওই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সকালে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরে আসে ওই ১০ কেজি স্বর্ণের বার। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান কাস্টম হাউসের ওই কর্মকর্তা।