rocketry-the-nambi-effect-madhavan-announces-nambi-narayanan-biopic

দর্পণ ডেস্ক : ‘রকেট্রি-দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে বিজ্ঞানী এস নাম্বি নারায়ণের ভূমিকায় দেখা যাবে আর মাধবনকে। এস নাম্বি নারায়ণেইসরোর সিনিয়র অফিসার ছিলেনর জীবন ও তাঁর কীর্তি নিয়ে তৈরী হয়েছে এই ছবি।

ইসরোর সিনিয়র অফিসার ছিলেন এস নাম্বি নারায়ণ। তিনি ১৯৯৪ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন পরে ১৯৯৬ সালে সিবিআই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনে এবং ১৯৯৮ সালে সুপ্রিম কোর্ট তাঁকে নির্দোষ ঘোষণা করেন।

এই ছবি সম্পর্কে মাধবন জানিয়েছেন, পৃথিবীতে অনেক ব্যক্তিগত কাহিনি রয়েছে যা আপনারা শুনে থাকবেন এবং অনেক এরকম গল্প রয়েছে যা আপনারা জানেন না। কিন্তু এমন কিছু গল্প রয়েছে যেগুলো না জানলে আপনি আপনার দেশ সম্পর্কে জানা অসম্পূর্ণ থেকে যাবে।