গণভবনের বাইরে দাবি আদায়ের স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন ঐক্য প্রক্রিয়ার কর্মী-সমর্থকেরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন এলাকায় দেখা যায়, ‘সংবিধান জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাধা নয়’, ‘সংবিধান ওহি নয়, জনগণের জন্যই সংবিধান’, ‘জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার নিশ্চিত করতে ফলপ্রসূ সংলাপ চাই’, ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকজন অবস্থান নিয়েছেন।