দর্পণ ডেস্ক : বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কয়রা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১নং কয়রা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, ১৩-১৪ দিন ধরে রাস্তার পাশের ওই ডোবায় একটি বস্তা ভাসছিল। দুর্গন্ধ সহ্য করতে না পেরে পুলিশকে খবর দেয়া হলেও আসেনি। ১৫ দিন পর হঠাৎ আজ ওই বস্তা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কয়রা থানা পুলিশের ওসি তারক বিশ্বাস বলেন, কয়েকদিন আগে খবরটি শোনার পর খোঁজ নিলে এলাকার লোকে জানায়, ওই বস্তায় কুকুরের লাশ। ফলে আমরা ঘটনাস্থলে যায়নি। এটি আমাদের ভুল হয়েছে।

কিন্তুু আজ কীভাবে জানতে পারলেন বস্তায় মানুষের লাশ রয়েছে- এমন প্রশ্নের জাবাবে ওসি বলেন, আ. সালাম নামের এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে জানান বস্তার ভেতরে লাশ আছে। খবর পেয়ে তাৎক্ষণিক লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।