অনলাইন ডেস্ক : রাজশাহীতে সাত বছরের ছোট ভাইকে বেঁধে রেখে তার কিশোরী (১৩) বোনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নগরীর শিরোইল কলোনির কানারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর থেকে কাজের সন্ধানে রাজশাহী গিয়েছিলেন ওই কিশোরী।

ঘটনার পর রোববার ওই কিশোরী মামলা দায়ের করেন। পরে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ অভিযুক্তদের মধ্য থেকে তিনজনকে গ্রেফতার করে। সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন কানারমোড় এলাকার মৃত শাহিন ইকবালের ছেলে জাফর আলী (৩০), রবীন্দ্র দাশের ছেলে সাগর দাশ (২৬) ও জাহিদ হাসানের ছেলে রনি আহমেদ (২৩)।

চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির জানান, রোববার ভোরে জাফর আলী ও তার চার সহযোগী রাজশাহী রেল স্টেশনে বসে থাকা ওই কিশোরীকে কাজ দেয়ার কথা বলে কানারমোড় এলাকায় একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ছোট ভাইকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় জাফর। এ সময় ব্যর্থ হয়ে জাফর কাঁচের বোতল দিয়ে মেয়েটির মাথা ও পায়ে আঘাত করে। এরপর পাঁচজন ওই কিশোরীকে ধর্ষণ করে।

ওসি আরও জানান, ওই কিশোরীর বাড়ি জামালপুর জেলায়। কাজের সন্ধানে সে ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাজশাহী আসে। এরপর রংপুরে যাবার জন্য রেলস্টেশনে বসেছিল। রাত অনেক হয়ে যাওয়ায় সে স্টেশনেই আশ্রয় নেয়।

ওসি হুমায়ন কবির বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাকে দলবদ্ধ ধর্ষণের আলামত মিলেছে। আর কিশোরীর ভাইকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর চেষ্টা চলছে।

ওসি আরও জানান, মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।